CBI Raid: ১ হাজার কোটির ব্যাঙ্ক জালিয়াতি, ছুটে এল সিবিআই
Bank Fraud Case: সকাল সকাল সিবিআই অভিযান। ১ হাজার কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় শহরে সিবিআই হানা। ভারা টেকনোলজি নামের সংস্থার অফিসে সিবিআই তল্লাশি চলছে। সূত্রের খবর, কানোরিয়া ফাউন্ডেশনের সঙ্গেও যোগ রয়েছে এই সংস্থার।
সকাল সকাল সিবিআই অভিযান। ১ হাজার কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় শহরে সিবিআই হানা। ভারা টেকনোলজি নামের সংস্থার অফিসে সিবিআই তল্লাশি চলছে। সূত্রের খবর, কানোরিয়া ফাউন্ডেশনের সঙ্গেও যোগ রয়েছে এই সংস্থার। যে বহুতলে এই অফিস, সেটাও কানোরিয়ার কোম্পানি শ্রেই ফাউন্ডেশনের নামে। একই সঙ্গে এদিন তপসিয়াতেও সংস্থার একটি অফিসে তল্লাশিতে যায় সিবিআই-এর গোয়েন্দারা। ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলার তদন্তে সকাল থেকেই বেশ কয়েক জায়গায় তল্লাশি শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা।
Latest Videos
