AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Blast: বিস্ফোরণের ১০ দিন আগে বাড়ি ভাড়া! উমরের ডেরার ছবি পুলিশের হাতে

Delhi Blast: বিস্ফোরণের ১০ দিন আগে বাড়ি ভাড়া! উমরের ডেরার ছবি পুলিশের হাতে

Sayanta Bhattacharya

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Nov 17, 2025 | 5:39 PM

Share

Umar Nabi: বিস্ফোরণের দিন এই বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন উমর। গত পাঁচদিন ধরে উমরের এই বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানে সমস্ত বিস্ফোরক মজুত করে রাখাছিল বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্য়েই উমরের জামাইবাবুকেও হেফাজতে নিয়ে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল সন্দেহভাজন জঙ্গি উমর নবির নুহের বাড়ির সিসিটিভি ফুটেজ। তারপরেই আরও নড়েচড়ে বসল দিল্লি পুলিশ। কিন্তু কী দেখা গেল সেই সিসিটিভি ফুটেজে? তদন্তকারীদের থেকে পাওয়া ফুটেজে দেখা গিয়েছে, একটি সাদা গাড়িতে সওয়ার হয়ে উমরের সঙ্গে দেখা করতে এসেছেন আরও এক সন্দেহভাজন। বলে রাখা প্রয়োজন, দিল্লি বিস্ফোরণের ঠিক ১০ দিন আগেই হরিয়ানার নুহের এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন উমর। তা হলে নাশকতার ছক কি এই বাড়িতেই বসে তৈরি হল?

বিস্ফোরণের দিন এই বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন উমর। গত পাঁচদিন ধরে উমরের এই বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানে সমস্ত বিস্ফোরক মজুত করে রাখাছিল বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্য়েই উমরের জামাইবাবুকেও হেফাজতে নিয়ে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

Published on: Nov 16, 2025 01:33 PM