Delhi Blast: বিস্ফোরণের ১০ দিন আগে বাড়ি ভাড়া! উমরের ডেরার ছবি পুলিশের হাতে
Umar Nabi: বিস্ফোরণের দিন এই বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন উমর। গত পাঁচদিন ধরে উমরের এই বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানে সমস্ত বিস্ফোরক মজুত করে রাখাছিল বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্য়েই উমরের জামাইবাবুকেও হেফাজতে নিয়ে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
নয়াদিল্লি: প্রকাশ্যে এল সন্দেহভাজন জঙ্গি উমর নবির নুহের বাড়ির সিসিটিভি ফুটেজ। তারপরেই আরও নড়েচড়ে বসল দিল্লি পুলিশ। কিন্তু কী দেখা গেল সেই সিসিটিভি ফুটেজে? তদন্তকারীদের থেকে পাওয়া ফুটেজে দেখা গিয়েছে, একটি সাদা গাড়িতে সওয়ার হয়ে উমরের সঙ্গে দেখা করতে এসেছেন আরও এক সন্দেহভাজন। বলে রাখা প্রয়োজন, দিল্লি বিস্ফোরণের ঠিক ১০ দিন আগেই হরিয়ানার নুহের এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন উমর। তা হলে নাশকতার ছক কি এই বাড়িতেই বসে তৈরি হল?
বিস্ফোরণের দিন এই বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন উমর। গত পাঁচদিন ধরে উমরের এই বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানে সমস্ত বিস্ফোরক মজুত করে রাখাছিল বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্য়েই উমরের জামাইবাবুকেও হেফাজতে নিয়ে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
