Delhi Red Fort Blast: তিন ঘণ্টা পর ঠিক কোথায় গেল গাড়িটা…

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 11, 2025 | 9:38 PM

Delhi Red Fort Blast: দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই গাড়িটি ঘটনাস্থলে কখন এল, দিল্লির কোথায় কোথায় ঘুরল, সবটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ, এনএসজি, এনআইএ-র টিম সবটা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ দেখে গতিবিধি চিহ্নিত করা হচ্ছে।

প্রাথমিকভাবে তদন্তকারীদের হাতে যে ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ পার্কিং লটে ঢোকে ওই গাড়িটি। তিন ঘণ্টা দাঁড়ানোর পর বেরিয়ে যায়। আবার কিছুক্ষণ পর ফিরে আসে। আর তারপরই বিস্ফোরণ।

একবার চলে গিয়ে আবার ফিরে আসার মাঝেই কি বিস্ফোরক নিয়ে আসে গাড়িটি। মনে করা হচ্ছে প্রথমে বিস্ফোরক ছিল না। কেউ বা কারা গাড়িতে ওই বিস্ফোরক পৌঁছে দেয়। ওই সময় কোথায় গিয়েছিল গাড়িটি? কারা এসেছিল গাড়ির কাছে? প্রশ্ন থাকছে। ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ঘটনাস্থলে। রিপোর্ট এলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।