SIR In WB: পদবি বদলে জেনারেল থেকে তফশিলি! আলিপুরদুয়ারের হ্যামিটনগঞ্জে শোরগোল
Alipurduar: ব্যাপক শোরগোল পড়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায়। যদিও এই আজব পদবী বিভ্রাটে আর এস আই আর ফর্ম পূরনই করতে পারেননি ওই ব্যাক্তি। এলাকার বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির নাম চঞ্চল দাস।তিনি হ্যামিল্টনগঞ্জ নেতাজিপল্লির বাসিন্দা। তাঁর বাবার নাম সন্তোষ দাস। তবে চঞ্চলের দাবি, তাঁর পদবি নার্জিনারি।
আলিপুরদুয়ার: নাম ভাঁড়িয়ে জেনারেল কাস্ট থেকে তফসিলি উপজাতি হয়ে আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভার ভোটে প্রার্থী হয়েছিলেন। জানতই না প্রশাসন।এবার এসআইএর সৌজন্যে এতদিনে তা প্রকাশ্যে। আর তা নিয়েই শোরগোল আলিপুরদুয়ারের কালচিনিতে। একই ব্যক্তি,তবে ভোটার তালিকা অনুযায়ী দুটি স্থানে তাঁর পদবি ভিন্ন, বাবার নামও ভিন্ন। কোথাও তিনি দাস সম্প্রদায়ের, আবার কোথাও তিনি তপসিলি উপজাতি সম্প্রদায়ের। এসআইএরের ফর্ম ফিলাপের সময় বিষয়টি সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায়। যদিও এই আজব পদবী বিভ্রাটে আর এস আই আর ফর্ম পূরনই করতে পারেননি ওই ব্যাক্তি। এলাকার বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির নাম চঞ্চল দাস।তিনি হ্যামিল্টনগঞ্জ নেতাজিপল্লির বাসিন্দা। তাঁর বাবার নাম সন্তোষ দাস। তবে চঞ্চলের দাবি, তাঁর পদবি নার্জিনারি।