AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: বাংলায় আসছেন কমিশনের ‘পঞ্চপাণ্ডব’, তালিকা প্রকাশের আগে বাড়ল SIR-নজরদারি

Election Commission Special Observer in Bengal: বাংলা নিয়ে কেন এত বাড়তি নজরদারি? একাংশের মতে, গোটা এসআইআর পর্বে বাংলাতে তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। সে বিএলও মৃত্যু হোক বা ভোটার মৃত্যু। যদিও এই বিএলও মৃত্যুর নিরিখে আবার শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ। তাও বাংলায় নজরদারি অন্য রাজ্যের তুলনায় একটু বেশি বলেই মনে করছে রাজ্য়ের শাসক শিবির।

SIR in Bengal: বাংলায় আসছেন কমিশনের 'পঞ্চপাণ্ডব', তালিকা প্রকাশের আগে বাড়ল SIR-নজরদারি
বাংলায় আসছে পাঁচ কর্তাImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 09, 2025 | 10:21 AM
Share

কলকাতা: বাংলায় আসছে ‘কমিশনের পঞ্চপাণ্ডব’। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন। বাড়াল পর্যবেক্ষকের সংখ্যা। তবে শুধু বাংলায় নয়, দ্বিতীয় পর্যায়ে দেশের ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রীয়শাসিত অঞ্চলে চলা এসআইআর প্রক্রিয়ার কথা মাথায় রেখে মোট ১৮ জন পর্যবেক্ষক নিযুক্ত করেছে কমিশন। যার মধ্য়ে ৫ জন বিশেষ পর্যবেক্ষককে দেওয়া হয়েছে বাংলার দায়িত্ব। অর্থাৎ আগের ১২ জন মিলিয়ে এসআইআর কাজে বঙ্গে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের সংখ্য়া পৌঁছল ১৭-তে। আর এই গোটা টিমের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত।

কিন্তু বাংলা নিয়ে কেন এত বাড়তি নজরদারি? একাংশের মতে, গোটা এসআইআর পর্বে বাংলাতে তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। সে বিএলও মৃত্যু হোক বা ভোটার মৃত্যু। যদিও এই বিএলও মৃত্যুর নিরিখে আবার শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ। তাও বাংলায় নজরদারি অন্য রাজ্যের তুলনায় একটু বেশি বলেই মনে করছে রাজ্য়ের শাসক শিবির।

এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘যত লোক রয়েছে সব পাঠাও। কীভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায়, কীভাবে বাংলা মানুষকে হেনস্থা করা যায়, সেই জন্যই তো এত পদক্ষেপ। আসলে কমিশনের অবস্থা এখন হাল্লার রাজার মতো।’ অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘কমিশন প্রথমে লাটাইয়ের সুতো ছেড়ে দিয়েছিল। এখন গুটাচ্ছে। সব বদ রক্ত ধীরে ধীরে বেরিয়ে যাবে।’

‘পঞ্চপাণ্ডবের’ পরিচয়

কমিশন সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার অথবা বুধবারের মধ্য়েই রাজ্যে চলে আসবে কমিশনের এই ৫ পর্যবেক্ষকের দল। কিন্তু কোন জেলা কাদের দায়িত্ব দেওয়া হয়েছে? জানা গিয়েছে প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্ব পেয়েছেন রবিকান্ত সিং, মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে নীরজ কুমার বানসোড, বর্ধমান ডিভিশনের দায়িত্বে কৃষ্ণ কুমার নিরালা, মালদহ ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে অলোক তিওয়ারিকে এবং জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে থাকছেন পঙ্কজ যাদব