IRCTC Vaishno Devi Tour: এত সস্তায় বৈষ্ণো দেবী
জম্মু ও কাশ্মীরের তীর্থক্ষেত্র মাতা বৈষ্ণোদেবীর মন্দির। কম খরচে বৈষ্ণোদেবী বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ। বন্দে ভারত এক্সপ্রেসে এখানে যেতে পারবেন। IRCTC র প্যাকেজ শুরু হবে নয়া দিল্লি থেকে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কাটরা রেলওয়ে স্টেশনে।
জম্মু ও কাশ্মীরের তীর্থক্ষেত্র মাতা বৈষ্ণোদেবীর মন্দির। কম খরচে বৈষ্ণোদেবী বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ। বন্দে ভারত এক্সপ্রেসে এখানে যেতে পারবেন। IRCTC র প্যাকেজ শুরু হবে নয়া দিল্লি থেকে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কাটরা রেলওয়ে স্টেশনে। মঙ্গলবার বাদে, রোজ হবে এই ট্যুর।
নয়া দিল্লি থেকে ট্রেন ছাড়বে ভোর ৬টায়। কাটরায় পৌঁছবে দুপুর ২ টোয়। যাত্রীদের সেখান থেকে হোটেলে নিয়ে যাওয়া হবে। তারপর বনগঙ্গায় যেতে হবে। সেখান থেকে বৈষ্ণোদেবী যেতে পারবেন। কাটরায় থাকার ব্যবস্থা এসি হোটেলে। সেখানে ব্রেকফাস্ট থেকে ডিনারের ব্যবস্থা থাকবে। কত খরচ? যাত্রী পিছু খরচ ৯,১৪৫ টাকা করে। প্যাকেজ বুকিং করা যাবে IRCTCর ওয়েবসাইটে থেকে।
Latest Videos