Huma Qureshi: বডি শেমিংয়ের শিকার হুমা কুরেশি
Bollywood Actress: হুমা মনে করেন, তাঁকে হয়তো দেখতে ভাল না। তাঁকে অনেক পরিবর্তন করতে হবে। কিন্তু কীভাবে পরিবর্তন করবেন নিজেকে, তা তিনি বুঝতে পারছেন না।
অভিনেত্রী হুমা কুরেশি জানান তিনি বুঝতে পারছেন না কোন ছবিতে অভিনয় করা উচিত। তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করতে চান না। হুমা কুরেশি বডি শেমিংয়ের শিকার হলেন। এবার তিনি মুখ খুললেন বডি শেমিং নিয়ে। হুমাকে বলা হয় ২০ বছরের যুবকের সঙ্গে তিনি কী করার চেষ্টা করছেন?
হুমাকে আরও বলা হয়,তাঁর চেহারার দিকে নজর দিতে। কেউ লিখেছেন হুমার উচিত নিজের থাইয়ের দিকে নজর দিতে। হুমা একবার বরখা দত্তকে বলেন, মুম্বইয়ে হয়তো অনেককেই এইসব কথা শুনতে হয়। তবে তিনি কীভাবে এই বিষয়ের সঙ্গে মোকাবিলা করবেন তাঁর পক্ষে বোঝা কঠিন। হুমা মনে করেন, তাঁকে হয়তো দেখতে ভাল না। তাঁকে অনেক পরিবর্তন করতে হবে। কিন্তু কীভাবে পরিবর্তন করবেন নিজেকে, তা তিনি বুঝতে পারছেন না।
Latest Videos