Aircraft: বিমানে বাঁদিকের দরজা ব্যবহার হয় কেন?

Aircraft: বিমানে বাঁদিকের দরজা ব্যবহার হয় কেন?

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 22, 2023 | 12:49 PM

Aircraft Features: এই পরম্পরা মেনে উড়োজাহাজের ক্ষেত্রেও বাঁদিকের দরজা ব্যবহার করা হয়। তবে কোনও কঠিন পরিস্থিতি বা জরুরি অবতরণে ডানদিকের দরজা ব্যবহার হয়।

বিমানে বাঁদিকের দরজা ব্যবহার হয় কেন? বিমানে চড়া বা নামার ক্ষেত্রে সাধারণত বাঁদিকের দরজা কেন ব্যবহৃত হয়। যাত্রী ওঠার জন্য বাঁদিক ব্যবহার করা হয়। এর বেশ কিছু কারণ আছে। উড়ানের ফুয়েল ট্যাঙ্ক থাকে বিমানের ডানদিকে। গ্রাউন্ড ক্রুরা প্লেনের পেটে যাত্রীদের লাগেজ তোলেন। লাগেজ নামাতেও ব্যবহার করা হয় ডান দিকে খোলের দরজা। উড়ানের ডানদিক দিয়ে রিফুয়েল করা হয়। একটি বিমানের দুদিকে দরজা থাকলেও কেন শুধু বাঁদিকটাই ব্যবহার করা হয়। এর পিছনে অদ্ভুত এক ইতিহাস। জাহাজে ওঠা নামার জন্য নাবিকরা ব্যবহার করতেন বাঁদিক। জাহাজের এই বাঁদিকের অংশকে নাবিকরা বলতেন ‘পোর্ট’। আর ডানদিকটিকে নাবিকরা বলতেন স্টারবোর্ড। এই পরম্পরা মেনে উড়োজাহাজের ক্ষেত্রেও বাঁদিকের দরজা ব্যবহার করা হয়। তবে কোনও কঠিন পরিস্থিতি বা জরুরি অবতরণে ডানদিকের দরজা ব্যবহার হয়।