Metro Ticket: WhatsApp-এ কাটা যাবে মেট্রোর টিকিট!
এখন লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ। অনলাইনে টিকিট কাটার অনেক সুবিধা আছে। কিন্তু অনেকেই অনলাইনে টিকিট কাটতে পারেন না। হোয়াটসঅ্যাপেই কাটতে পারবেন মেট্রোর টিকিট। এই সুযোগ পাবেন শুধু চেন্নাইয়ের মানুষরা। হোয়াটসঅ্যাপে টিকিট বুকিং করার জন্য চেন্নাই এর মেট্রো যাত্রীরা অনেক সুবিধা পাবেন।
ট্রেনে বা মেট্রোতে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। অনেক মানুষেরই অফিসে যেতে দেরী হয়ে যায় এই জন্যে। এখন আর লাইনে দাঁড়াতে হবে না। এখন লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ। অনলাইনে টিকিট কাটার অনেক সুবিধা আছে। কিন্তু অনেকেই অনলাইনে টিকিট কাটতে পারেন না। হোয়াটসঅ্যাপেই কাটতে পারবেন মেট্রোর টিকিট। এই সুযোগ পাবেন শুধু চেন্নাইয়ের মানুষরা। হোয়াটসঅ্যাপে টিকিট বুকিং করার জন্য চেন্নাই এর মেট্রো যাত্রীরা অনেক সুবিধা পাবেন। প্রথমে আপনাকে +91 83000 86000 এই নম্বরে মেসেদ পাঠাতে হবে। “Hi” মেসেজ লিখে পাঠাতে হবে। QR একটি কোড পাবেন। সেই QR কোড স্ক্যান করতে হবে। বিভিন্ন পরিষেবা আপনার স্ক্রিনে দেখতে পাবেন। টিকিট বুকিং এর বিবরণ দেখা যাবে। ভাড়া এবং রুটের বিভিন্ন তথ্য দেখতে পাবেন। এইভাবে মেট্রোর টিকিট আপনি বুক করতে পারবেন।
Published on: May 26, 2023 04:04 PM
Latest Videos