AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China News: চিনা গুপ্তচর বেলুন আর বোমারু বিমান উড়ছে কেন?

China News: চিনা গুপ্তচর বেলুন আর বোমারু বিমান উড়ছে কেন?

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 8:32 PM

Share

আন্তর্জাতিক অস্ত্রবাজারের ৫ মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থার ওপরে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করল শি জিন পিং সরকার। কোন অপরাধে চিনে নিষিদ্ধ ওই ৫ সংস্থা?

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানের রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচন। তার আগে তাইওয়ানের ওপরে চাপ বাড়াল চিন। আন্তর্জাতিক অস্ত্রবাজারের ৫ মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থার ওপরে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করল শি জিন পিং সরকার। ওই ৫ সংস্থার অপরাধ তারা তাইওয়ানের সঙ্গে অস্ত্রের কারবার করেছে।

ডিসেম্বর, ২০২৩ তাইওয়ান তাদের জয়েন্ট ব্যাটেল কমান্ড ও কন্ট্রোল সিস্টেমকে শক্তিশালী করতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজের অনুমোদন পায়। তাইপেইকে এই অস্ত্রের প্যাকেজের অনুমোদন দেয় ইউএস স্টেট ডিপার্টমেন্ট।

জানুয়ারি ২০২৪ এই ঘটনা ভালভাবে নেয়নি চিন। তাইওয়ানকে অস্ত্র বিক্রির অভিযোগে পাঁচ মার্কিন অস্ত্র প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে বেজিং। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আইন অনুসারে তাইওয়ানকে আত্মরক্ষার উপায় সরবরাহ করতে বাধ্য। বেজিং তাইওয়ানকে তাদের সীমানার অংশ হিসাবেই দাবি করে আর সেই দাবি পূরণ করতে প্রয়োজনে বল প্রয়োগ করতেও পিছ পা হবে না চিন।

এই অস্ত্র প্যাকেজের অনুমোদনেই খাপ্পা হয়েছে বেজিং। ফলে চিন যে ওই মার্কিন অস্ত্র কারবারি সংস্থাগুলির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চিনের পররাষ্ট্র মন্ত্রক তাদের এক বিবৃতিতে জানিয়েছে সেই সব তাইওয়ান বান্ধব সংস্থার নাম।

২০১৬ র নির্বাচনে সাই ইং-ওয়েন প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার পর থেকেই বেজিং, তাইপেইয়ের ওপরে চাপবৃদ্ধি শুরু করেছে। নির্বাচনের প্রচারে রাষ্ট্রপতি সাই বলছেন, তাইওয়ানের জনগণই ঠিক করুক তাদের ভবিষ্যৎ। তারা কী চায় যুদ্ধ নাকি শান্তি তারই উত্তরণ দেবে এই নির্বাচন। নির্বাচনে উপ রাষ্ট্রপতি পদপ্রাথী উইলিয়াম লাই। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চিন বান্ধব কেএমটি দলের হাউ ইউ-ইহর বিরুদ্ধে লড়ছেন। নির্বাচনের আগে তাইওয়ান দ্বীপের আকাশে চক্কর খাচ্ছে চিনা যুদ্ধবিমান। চিনা গুপ্তচর বেলুনও নাকি দেখা যাচ্ছে তাইওয়ানের আকাশে।

Published on: Jan 11, 2024 06:37 PM