মাঝ আকাশে ষড়যন্ত্র CIA-র, Venezuela-র সরকার ফেলার চেষ্টা!
CIA Conspiracy, Venezuelan Government: আমেরিকা আবারও সেই একই কাজ করতে চেয়েছে। এবার টার্গেট ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো। এই চক্রান্ত হঠাৎই সামনে চলে এসেছে। তবে, এই যাত্রায় কিন্তু বেঁচে গিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।
ইরান, গুয়াতেমালা, কিউবা বা চিলি! এমন অনেক দেশ রয়েছে যেখানে নির্বাচিত সরকার ফেলার চেষ্টা করেছে আমেরিকা। কারণ? একেবারেই আমেরিকার আঁতে ঘা লাগলেই এমন কাজকর্ম করে তাঁরা। ট্রাম্প থেকে বাইডেন, কোনও প্রেসিডেন্ট সেই তালিকায় নেই? একমাত্র কিউবায় সফল হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ঠান্ডা যুদ্ধের আমল থেকেই চলছে এমন সব কাজকর্ম। আর বর্তমানেও সেই ধারা থামেনি।
আমেরিকা আবারও সেই একই কাজ করতে চেয়েছে। এবার টার্গেট ভেনেজুয়েলা। এই চক্রান্ত হঠাৎই সামনে চলে এসেছে। তবে, এই যাত্রায় কিন্তু বেঁচে গিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।
Published on: Nov 05, 2025 05:57 PM