১ ফেব্রুয়ারি থেকে সিগারেট কিনতে পকেট ফুটো হয়ে যাবে!
Cigarette Price Hike: নতুন বছর থেকে বাড়তে চলেছে খরচ। দাম বাড়তে চলেছে পান, বিড়ি, সিগারেটের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। নতুন সেস বসবে পান মশলাতেও।
নতুন বছর থেকে বাড়তে চলেছে খরচ। দাম বাড়তে চলেছে পান, বিড়ি, সিগারেটের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। নতুন সেস বসবে পান মশলাতেও। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এতদিন সিন গুডস অর্থাৎ সিগারেট, তামাকজাত পণ্যে যে কমপেনসেশন সেস বসত, তা প্রত্যাহার করে নেওয়া হবে। যা জিএসটি রয়েছে, তার উপরে অতিরিক্ত এই শুল্ক চাপবে। ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসবে। বিড়িতে বসবে ১৮ শতাংশ জিএসটি।
Latest Videos
