AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ২০২৯-এ বিজেপি-কে নিয়ে ভবিষ্যদ্বাণী মমতার

CM Mamata Banerjee: ২০২৯-এ বিজেপি-কে নিয়ে ভবিষ্যদ্বাণী মমতার

অবন্তিকা প্রামাণিক

|

Updated on: Nov 26, 2025 | 5:14 PM

Share

একই সঙ্গে ভবিষ্যদ্বাণীও করেন তিনি। বলেন, "SIR এর পর আমাদের ৪০০ নোটিস পাঠিয়েছে। আপনারা চার কোটি নোটিস পাঠান। তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার কিছু নেই। দেশের এই অবস্থা। একপক্ষ চলছে। কোথায় নিরপেক্ষতা? ২০২৯ কোনও ভাবেই আসবে না। তার আগেও পড়ে যেতে পারে সরকার।"

সংবিধান দিবসে আরও একবার কেন্দ্রকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি সরকারের আমলে গণতন্ত্র ভূলুন্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ সংবিধান হাতে তুলে নিয়ে বলেন, “আমরা আম্বেদরকরের সংবিধান মেনে নিয়ে চলব। বুকে নিয়ে চলব। মাথায় নিয়ে চলব।” একই সঙ্গে ভবিষ্যদ্বাণীও করেন তিনি। বলেন, “SIR এর পর আমাদের ৪০০ নোটিস পাঠিয়েছে। আপনারা চার কোটি নোটিস পাঠান। তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার কিছু নেই। দেশের এই অবস্থা। একপক্ষ চলছে। কোথায় নিরপেক্ষতা? ২০২৯ কোনও ভাবেই আসবে না। তার আগেও পড়ে যেতে পারে সরকার।”