Mamata Banerjee: কয়লার টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে যায়: মমতা
তিনি বলেন, "শুনুন আমি ভালয় ভাল, আমি চেয়ারে আছি তাই পেনড্রাইভ বের করে দিই না। বেশি লাগালে বলে দিচ্ছি। আমার কাছে সব পেনড্রাইভ আছে। ভান্ডা ফাঁস করে দেব। আমি একটা জায়গা পর্যন্ত সহ্য করি। মনে রাখবেন লক্ষ্মণের সীমা আছে। আমি দেশের স্বার্থে বলি না। আমি মুখ খুললে সারা পৃথিবীতে হইচই হবে।"
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেলাগাম আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বলছে কয়লার টাকা! কে খায়? অমিত শাহ খায়। গদ্দারের মাধ্যমে টাকা দেওয়া হয়। সাথে আছে জগন্নাথ। পুরীর জগন্নাথ নয়। জগন্নাথের সরকার। ওঁর মাধ্যম দিয়ে টাকা যায় শুভেন্দুর কাছে। তারপর সেই টাকা অমিত সাহের কাছে যায়। শুনুন আমি ভালয় ভাল, আমি চেয়ারে আছি তাই পেনড্রাইভ বের করে দিই না। বেশি লাগালে বলে দিচ্ছি। আমার কাছে সব পেনড্রাইভ আছে। ভান্ডা ফাঁস করে দেব। আমি একটা জায়গা পর্যন্ত সহ্য করি। মনে রাখবেন লক্ষ্মণের সীমা আছে। আমি দেশের স্বার্থে বলি না। আমি মুখ খুললে সারা পৃথিবীতে হইচই হবে।”

