CM Banerjee: ‘যাঁরা নাম কাটছেন তাঁদের মা-বাবার নাম আছে?’,প্রশ্ন মমতার
Kolkata: তিনি বলেন, "বাংলা ছিল আছে থাকবে। বাংলাকে বিনাশের ক্ষমতা নেই। একদিকে মা দুর্গা, অন্যদিকে দক্ষিণা কালী, মা তারা, রক্ষাকালী, ছিন্নমস্তা দাঁড়িয়ে আছে। আগে বারো, তৈরি হও। ছেলেমেয়েরা এগিয়ে এসো। নতুন প্রজন্ম তৈরি হও।"
মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গিয়েছেন। তিনি বলেন, “যারা বড়-বড় কথা বলে তাঁদের নাম কাটছেন, তাঁদের মা-বাবার সার্টিফিকেট আছে? আমি আমার মা-বাবার জন্মের সার্টিফিকেট জানি না। কারণ, বাড়িতে সব হোমডেলিভারি। আমিও গ্রামে জন্ম নিয়েছি। বাংলা ছিল আছে থাকবে। বাংলাকে বিনাশের ক্ষমতা নেই। একদিকে মা দুর্গা, অন্যদিকে দক্ষিণা কালী, মা তারা, রক্ষাকালী, ছিন্নমস্তা দাঁড়িয়ে আছে। আগে বারো, তৈরি হও। ছেলেমেয়েরা এগিয়ে এসো। নতুন প্রজন্ম তৈরি হও।”

