‘তৃণমূলকে হারাতে বিজেপিতে আসুন’
সুকান্তর বক্তব্য, “তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে নবান্নে দিয়ে ফিশ ফ্রাই খেলে চলবে না। নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। মোহিত সেনগুপ্ত-সহ কংগ্রেসে যাঁরা ভাল, তাঁরা বিজেপিতে আসুন। সঙ্গে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারেরও নাম নেন তিনি। তবে তা নেতিবাচকভাবেই। তাঁর কটাক্ষ, “শুভঙ্কর সরকারকে দিয়ে কিচ্ছু হবে না।”
কংগ্রেসের মোহিতে ‘মোহিত’ সুকান্ত! ছাব্বিশের নির্বাচনের আগে কি তবে নতুন কোনও সমীকরণ? উত্তর দিনাজপুরের জনসভার মঞ্চে দাঁড়িয়ে কোনও রাখঢাক না রেখেই কংগ্রেসের জেলা সভাপতিকে বিজেপিতে চাইলেন বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, সুকান্তর মুখে বাংলার ভোট আবহে নতুন করে প্রাসঙ্গিক হল ‘ফিশ ফ্রাই’ রাজনীতি। সুকান্তর বক্তব্য, “তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে নবান্নে দিয়ে ফিশ ফ্রাই খেলে চলবে না। নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। মোহিত সেনগুপ্ত-সহ কংগ্রেসে যাঁরা ভাল, তাঁরা বিজেপিতে আসুন। সঙ্গে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারেরও নাম নেন তিনি। তবে তা নেতিবাচকভাবেই। তাঁর কটাক্ষ, “শুভঙ্কর সরকারকে দিয়ে কিচ্ছু হবে না।”

