SIR in Bengal: SIR-বিরোধী মঞ্চে প্রধান বক্তা যাদবপুরের উপাচার্য, শুরু বিতর্ক
JU VC in Anti-SIR Forum: বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল এই এসআইআর বিরোধী অনুষ্ঠানের। করেছিল বাংলা একতা মঞ্চ নামে একটি কনভেনশন। যার আবার পৃষ্ঠপোষক তৃণমূল নেতা তন্ময় ঘোষ। এবার সেই মঞ্চেই বক্তা যাদবপুরের উপাচার্য। কনভেনশনের শুরুতেই বক্তব্য রেখেছেন যাদবপুরের উপাচার্য।
কলকাতা: এসআইআর বিরোধী মঞ্চের বক্তার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যা ঘিরে চড়ল রাজনীতি। সম্প্রতিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরই তাঁর নামের সঙ্গে জুড়ে গেল এই এসআইআর বিতর্ক। সরব খোদ বিজেপিও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল এই এসআইআর বিরোধী অনুষ্ঠানের। করেছিল বাংলা একতা মঞ্চ নামে একটি কনভেনশন। যার আবার পৃষ্ঠপোষক তৃণমূল নেতা তন্ময় ঘোষ। এবার সেই মঞ্চেই বক্তা যাদবপুরের উপাচার্য। কনভেনশনের শুরুতেই বক্তব্য রেখেছেন যাদবপুরের উপাচার্য। তারপর যখন তন্ময় ঘোষ বক্তব্য রাখেন, সেই সময় তাঁর গোটা ভাষণে ফুটে ওঠে এসআইআর বিরোধিতা। অবশ্য, উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, ‘SIR নিয়ে কিছুই বলিনি।’
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

