Coromandel Express Derailed News Updates: রেল দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান

Coromandel Express Derailed News Updates: রেল দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান

আসাদ মল্লিক

|

Updated on: Jun 04, 2023 | 5:40 PM

Coromandel Express Derail: একটা রেল দুর্ঘটনা। হাহাকার। মৃত্যু মিছিলের মাঝে উঠে দাঁড়াচ্ছে মানুষ। পাশে দাঁড়াচ্ছে একে অপরের। রক্তদান নিয়ে এখনও আমাদের মধ্যে রয়ে গেছে অনেক ধরনের ভুল ধারণা। সেই অচলায়তন সেই ভুল ভাঙাতেই ২৫ বছরে 'সচলায়তন'। উত্তর কলকাতা উদয়ের পথের রক্তদান শিবির।

একটা রেল দুর্ঘটনা। হাহাকার। মৃত্যু মিছিলের মাঝে উঠে দাঁড়াচ্ছে মানুষ। পাশে দাঁড়াচ্ছে একে অপরের। রক্তদান নিয়ে এখনও আমাদের মধ্যে রয়ে গেছে অনেক ধরনের ভুল ধারণা। সেই অচলায়তন সেই ভুল ভাঙাতেই ২৫ বছরে ‘সচলায়তন’। উত্তর কলকাতা উদয়ের পথের রক্তদান শিবির। কিন্তু তার মধ্যেই ঘটে গেল বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনা। তড়িঘড়ি বদলে গেল অ্যাকশন প্ল্যান। ঠিক হল হেদুয়া থেকে রক্ত যাবে বালেশ্বরে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সকাল থেকেই হাজির হেদুয়া পার্কে। অভিনেতা থেকে রাজনীতিবিদ, পুলিশ কর্তা থেকে নাট্যকার সবাই বলছেন এই উদ্যোগ অনন্য। উদয়ের পথের স্বেচ্ছাসেবকরা বলছেন সকাল ১১ টার আগেই সংগ্রহ হয়েছে ২০০ ইউনিটেরও বেশি রক্তের প্যাকেট। ওরা জানেন না ওদের রক্ত কার শরীরে যাবে? তবুও দুর্ঘটনাগ্রস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে আজ ওরা বদ্ধপরিকর। রাজ্যের ব্লাড ব্যাঙ্ক এবং রাজ্য স্বাস্থ্য দফতর এই রক্ত পাঠাবে ওড়িশা সরকারকে। দুর্ঘটনায় আহতরা ভর্তি সেখানকার বিভিন্ন হাসপাতালে।