Corporate Office: বসকে মিথ্যে বলে ওই তরুণী ছুটি নেন তিনিও আরসিবি-র ফ্যান। তিনি মোবাইলে খেলা দেখছিলেন। খেলা দেখতে দেখতেই দেখেন যে অফিসের যে মেয়েটি এমার্জেন্সি বলে ছুটি নিল। সে তো মাঠে বসে। নেহা দ্বিবেদী নামে ওই তরুণীকে তাঁর বস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে এটা কীরকম এমার্জেন্সি জানতে চান। না তিনি বকাঝকা করেননি। কথোপকথনটা ছিল মজার।