Carnivorous Plant: মাংসাশী গাছ!

| Edited By: Tapasi Dutta

Sep 03, 2023 | 12:49 PM

কখনও শুনেছেন মাংসাশী গাছের কথা? দীর্ঘদিন এমনই গাছের চাষ হচ্ছে ইউরোপে। জার্মানিতে মাংসাশী গাছের চাষ করেন বার্ন্ড ভাইলব্রেনা। ৩৬ বছর আগে এই গাছের চাষ শুরু।

কখনও শুনেছেন মাংসাশী গাছের কথা? দীর্ঘদিন এমনই গাছের চাষ হচ্ছে ইউরোপে। জার্মানিতে মাংসাশী গাছের চাষ করেন বার্ন্ড ভাইলব্রেনা। ৩৬ বছর আগে এই গাছের চাষ শুরু। সারসেনিয়া ওরিওফিলা গাছটি শিকারের জন্য ফাঁদ বানায়। পাতা থেকে মধুর মত রস নির্গত হয়। এতে আকৃষ্ট হয় পোকামাকড়। সেখানে পোকামাকড়গুলি মধু খায়। সেই সময় একটি গ্যাস নির্গত হয়। সেই গ্যাসে ঝিমিয়ে যায় পোকামাকড়গুলি। তারপর ওই গাছ পোকামাকড়গুলিকে পাতার ভেতর টেনে নেয়। ভাইলব্রেনা জানান, নেপেনথেস গাছও শিকার ধরে বিভিন্ন ফাঁদ পেতে। এই গাছের পাতা থেকে মিষ্টি রস নিঃসরণ হয়। পোকা সেখানে গেলে,এই গাছ গিলে নেয়। সেখান থেকে এনজাইম যুক্ত জারক রস নিঃসরণ হয়। এইভাবে গাছ পোকা হজম করে।