Mizoram Rail Station: এই রাজ্যে মাত্র ১টি রেল স্টেশন!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 03, 2023 | 1:07 PM

ভারতের বিভিন্ন রাজ্যে অনেক রেল স্টেশন আছে। কিন্তু কখনও কি শুনেছেন কোনও রাজ্যে ১টি রেল স্টেশন আছে? আমাদের দেশে এক রাজ্যে রেল স্টেশন মাত্র ১টি। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। এই স্টেশনটি মিজোরাম রাজ্যে অবস্থিত আছে।

ভারতের বিভিন্ন রাজ্যে অনেক রেল স্টেশন আছে। কিন্তু কখনও কি শুনেছেন কোনও রাজ্যে ১টি রেল স্টেশন আছে? আমাদের দেশে এক রাজ্যে রেল স্টেশন মাত্র ১টি। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। এই স্টেশনটি মিজোরাম রাজ্যে অবস্থিত আছে। এই স্টেশনটির নাম বইরবি রেল স্টেশন। এখানে হাজার মানুষ রোজ যাতায়াত করেন । এছাড়া পন্য পরিবহনও করা হয় এই রেল স্টেশনে। এটাই মিজোরামের শেষ রেলওয়ে স্টেশন। বইরবি স্টেশনটি খুবই সাধারণ। এখানে আধুনিক সুযোগ-সুবিধা নেই। এই স্টেশনের কোড BHRB। ৩টি প্ল্যাটফর্ম রেলওয়ে স্টেশন। রেলস্টেশনে ৪টি ট্র্যাক আছে। আগে এই স্টেশনটি খুব ছোট ছিল। ২০১৬ সালে বড় করে রেলস্টেশন বানানো হয়। আগামী দিনে বাড়তে পারে আরও ১টি রেলস্টেশন।

Published on: Sep 03, 2023 12:59 PM