AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?

ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Dec 23, 2025 | 3:11 PM

Share

ফের জ্বলছে বাংলাদেশ। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ ইউনূস প্রশাসন। দীপু দাস নামে এক যুবককে মারধর করে জীবন্ত পুড়িয়ে মেরেছে মৌলবাদীরা। এর প্রতিবাদে সরব হয়েছেন এপার বাংলার অনেকেই। এই পরিস্থিতিতে ভারতে তাদের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার ডেকে পাঠাল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। নয়াদিল্লি ও কলকাতা বাংলাদেশের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনে কর্মরত আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনূস প্রশাসন। কূটনৈতিক মহল বলছে, বাংলাদেশের হাইকমিশনের কর্মীরা ভারতে সুরক্ষিত রয়েছেন। কিন্তু, ইউনূস প্রশাসন নিজের দেশে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কোনও পদক্ষেপ করছে না।

ফের জ্বলছে বাংলাদেশ। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ ইউনূস প্রশাসন। দীপু দাস নামে এক যুবককে মারধর করে জীবন্ত পুড়িয়ে মেরেছে মৌলবাদীরা। এর প্রতিবাদে সরব হয়েছেন এপার বাংলার অনেকেই। এই পরিস্থিতিতে ভারতে তাদের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার ডেকে পাঠাল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। নয়াদিল্লি ও কলকাতা বাংলাদেশের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনে কর্মরত আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনূস প্রশাসন। কূটনৈতিক মহল বলছে, বাংলাদেশের হাইকমিশনের কর্মীরা ভারতে সুরক্ষিত রয়েছেন। কিন্তু, ইউনূস প্রশাসন নিজের দেশে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কোনও পদক্ষেপ করছে না।