Cyber Crime: সাইবার জালিয়াতের খপ্পরে এক মহিলা
শহর কলকাতার এক মহিলার গল্প। সাইবার জালিয়াতের খপ্পরে পড়ে যার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এমনকি আত্মহননের কথাও মাথায় আসে তাঁর। সামাজিক সম্মান ও সেই মহিলার সুরক্ষার খাতিরে তাঁর নাম ও পরিচয় গোপন রাখা হল।
শহর কলকাতার এক মহিলার গল্প। সাইবার জালিয়াতের খপ্পরে পড়ে যার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এমনকি আত্মহননের কথাও মাথায় আসে তাঁর। সামাজিক সম্মান ও সেই মহিলার সুরক্ষার খাতিরে তাঁর নাম ও পরিচয় গোপন রাখা হল। ঠিক কী হয় আমাদের সেই সহ নাগরিকের?
ভাবতে পারেন কি ভয়ানক এই খেলা! কীভাবে চলে এই সমস্ত গেম। অ্যাপের মহাসমুদ্রে আপনি চিনবেন কী করে এইসব মারাত্মক ভয়ানক গেমগুলোকে ? তাহলে কী কিছুই করবার নেই আমার আপনার? আমরা কি হ্যাকার, জালিয়াত আর প্রতারকদের হাতের খেলার পুতুল?
কথা বলতে ইচ্ছে হলে পরিবার পরিজনের সঙ্গে কথা বলুন। বন্ধু খুঁজুন রক্তমাংসের। কোনও ভার্চুয়াল বন্ধু আপনার মনের কথা হয়ত শুনবে কিন্তু বিপদের সবচেয়ে বড় ফাঁদ পাতা সেখানেই। সাইবার বিশেষজ্ঞ, মনস্বত্ববিদ ও অপরাধ বিজ্ঞানীদের মতে শারীরিক ঘনিষ্ঠতার একান্তই প্রয়োজন হলে সেটা হোক কোনও সঙ্গী বা সঙ্গিনী। যন্ত্র কখনোই নয়।
