রাস্তা আটকে ধাক্কা মেরে, গলা টিপে ধরে… যা তা কাণ্ড কাঁথিতে
পুরো বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছেন কাঁথি জেলা বিজেপি সহ সভাপতি অসীম মিশ্র। পরে সাফাই দিয়ে কাঁথির আমিন সোহেল এই মৎস্যজীবী নেতার দাবি কাঁথির জুনপুটের বগড়ান জলপাই এলাকায় সরু রাস্তায় আমার গাড়ির পিছনে ওই বাইক আরোহী রীতিমতো হর্ন বাজায় তাঁর গাড়ির চালককে মারধর করে।
রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে মারধর ও গলা টিপে ধরার ভিডিয়ো ভাইরাল। বিতর্কে জড়ালেন কাঁথির তৃণমূল নেতা তথা কাঁথি মৎস্য ইউনিয়নের নেতা ও কাঁথি ১ নম্বর ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেল। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে কীভাবে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দু-তিনজন ছেলেকে মারধর করা হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। বিজেপি নেতারা বলছেন, জনপ্রতিনিধি নাকি পাড়ার মোড়ের গুন্ডা বোঝা দায়!
পুরো বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছেন কাঁথি জেলা বিজেপি সহ সভাপতি অসীম মিশ্র। পরে সাফাই দিয়ে কাঁথির আমিন সোহেল এই মৎস্যজীবী নেতার দাবি কাঁথির জুনপুটের বগড়ান জলপাই এলাকায় সরু রাস্তায় আমার গাড়ির পিছনে ওই বাইক আরোহী রীতিমতো হর্ন বাজায় তাঁর গাড়ির চালককে মারধর করে।
