Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dankuni Bad Road Condition: রাস্তা খারাপ, উদাহরণ চাঁদ!

Dankuni Bad Road Condition: রাস্তা খারাপ, উদাহরণ চাঁদ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 25, 2023 | 8:57 PM

রোডের প্রায় পুরোটাই খানা খন্দে ভর্তি ।কোথাও ছোট গর্ত আবার কোথায় বড় বড় গর্ত।নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই। স্থানীয় বাসিন্দারের অবস্থায়ও নাজেহাল। চন্দ্রজান মিশন ৩ শুরু হতেই সারা বিশ্ব জুড়ে চর্চিত হচ্ছিল চাঁদ কে নিয়ে।বৈজ্ঞানিক আলোচনার পাশপাশি চাঁদে যে বড় বড় গর্ত আছে সেটাও চর্চার মধ্যে চলে আসে

ডানকুনি শহরের মূল ও ব্যস্ততম রাস্তা টি এন মুখার্জি রোড। বর্ষা নামলেই একটু বৃষ্টিতে ডানকুনির কালিপুর থেকে দিল্লি রোড চৌমাথা পর্যন্ত টি এন মুখার্জি রোডের অবস্থা বেহাল হয়ে পড়ে। রোডের প্রায় পুরোটাই খানা খন্দে ভর্তি ।কোথাও ছোট গর্ত আবার কোথায় বড় বড় গর্ত।নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই। স্থানীয় বাসিন্দারের অবস্থায়ও নাজেহাল। চন্দ্রজান মিশন ৩ শুরু হতেই সারা বিশ্ব জুড়ে চর্চিত হচ্ছিল চাঁদ কে নিয়ে।বৈজ্ঞানিক আলোচনার পাশপাশি চাঁদে যে বড় বড় গর্ত আছে সেটাও চর্চার মধ্যে চলে আসে। মজার ছলে টি এন মুখার্জি রোড কে চন্দ্র পৃষ্টের সাথে তুলনা করতে শুরু করেন স্থানীয়রা। তবে বিরোধীরা এক ধাপ এগিয়ে কটাক্ষ জুড়ে দেন।ডানকুনি শহর বিজেপির সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন মরন ফাঁদ সৃষ্টি হয়েছে ডানকুনি টি এন মুখার্জি রোডে, চাঁদেও এত বড় গর্ত নেই যেটা টি এন মুখার্জি রোড দেখলেই বোঝা যাবে।কাটমানি না খেয়ে দীর্ঘমেয়াদি উপযুক্ত রাস্তা তৈরি করুক প্রশাসন। যদিও পুরসভার দাবি পূর্ত দপ্তরেকে বিষটি জানানো হয়েছে সংস্কারের কাজ খুব দ্রুত শুরু হবে ।