Delhi Airport: এই রানওয়ে দেশে প্রথম

Delhi Airport: এই রানওয়ে দেশে প্রথম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 5:09 PM

দেশের প্রথম এলিভেটেড রানওয়ে দিল্লিতে। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড রানওয়ে। সিঙ্গাপুরের চাঙ্গি সহ বিশ্বের ১০টি এয়ারপোর্টে আছে এই ইসিটি।

দেশের প্রথম এলিভেটেড রানওয়ে দিল্লিতে। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড রানওয়ে। সিঙ্গাপুরের চাঙ্গি সহ বিশ্বের ১০টি এয়ারপোর্টে আছে এই ইসিটি। এতে বিমানের অবতরণের পর টার্মিনাল ১ এ যাবার সময় কমবে। ৩য় রানওয়ে থেকে টার্মিনালের ৯ কিমি দূরত্বকে এই রানওয়ে কমিয়ে ২ কিমি করবে। এতে বিমানের টেক অফের আগে বা ল্যান্ডিংয়ের পর যাত্রীদের টারম্যাকে কম অপেক্ষা করতে হবে। এলিভেটেড ক্রস ট্যাক্সিওয়ে আসলে একটি ব্রিজের মত পথ। বিমানের চাকা যতক্ষণ মাটিতে থেকে ততক্ষণ এই পথ দিয়ে চলে বিমান। মুল রাস্তা থেকে ৩০ মিটার উঁচুতে এই এলিভেটেড ক্রস ট্যাক্সিওয়ে। প্রায় ২০২ মিটার চওড়া, ২.১ কিমির এই রানওয়ে। ২টি ট্যাক্সিওয়ের মাঝে ৩০ মিটারের ব্যবধান। একই সঙ্গে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে চালু হচ্ছে চতুর্থ রানওয়ে। ১৩ জুলাই থেকে চালু এই ইসিটি।