সাদা i-20-তে বিস্ফোরণ, উমরের লাল গাড়িতেও কি ভরা বিস্ফোরক?
Delhi Blast Update: বুধবার রাতে ফরিদাবাদের খান্ডেলওয়ালি গ্রামের কাছ থেকে উদ্ধার করা হয় লাল রঙের ফোর্ড ইকোস্পোর্টস গাড়ি। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটিরও মালিক ছিলেন ডঃ উমর উন নবি ওরফে উমর মহম্মদ। দিল্লিতে রেজিস্টার্ড ছিল এই গাড়ির নম্বরটি।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বড় তথ্য। ডঃ উমরকে নিয়েই বড় তথ্যসূত্র পেল গোয়েন্দারা। ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ হয়েছিল সাদা রঙের আই-২০ গাড়িতে। ওই গাড়ি ছিল ডঃ উমরের নামে। তদন্তে নেমে জানা যায়, তাঁর আরও একটি গাড়ি রয়েছে। সেই গাড়ির অবশেষে হদিশ পেল পুলিশ। বুধবার রাতে ফরিদাবাদের খান্ডেলওয়ালি গ্রামের কাছ থেকে উদ্ধার করা হয় লাল রঙের ফোর্ড ইকোস্পোর্টস গাড়ি। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটিরও মালিক ছিলেন ডঃ উমর উন নবি ওরফে উমর মহম্মদ। দিল্লিতে রেজিস্টার্ড ছিল এই গাড়ির নম্বরটি। জানা গিয়েছে, ভুয়ো নথি দিয়েই এই গাড়ি কিনেছিল।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
