Delhi Blast: দিল্লি বিস্ফোরণে বাংলাদেশি প্রভাবশালীরা যুক্ত, প্রমাণ এল…
Delhi Blast: লখনউ থেকে ধৃত শাহিন হোক বা ফরিদাবাদ থেকে ধৃত মুজাম্মিল কিংবা শ্রীনগর থেকে ধৃত আদিল। এঁদের প্রত্যেকের সঙ্গেই জইশ-যোগ পেয়েছেন তদন্তকারীরা। মিলেছে দেশের অন্দরে গড়ে ওঠা জইশ-নেটওয়ার্কের হদিশ। তবে এখনও ব্যাপারটা যে চূড়ান্ত, এমন নয়। একটু ভাসা-ভাসা।
নয়া দিল্লি: দিল্লির বিস্ফোরণকাণ্ডে পাকিস্তান ও বাংলাদেশ যোগ সুস্পষ্ট হচ্ছে। আরও এক ব্যক্তির নাম উঠে আসছে, তার নাম ইখতিয়ার। জানা যাচ্ছে, তারই শেল্টারে রাখা হয়েছিল বিস্ফোরক। সেই বিস্ফোরক ঢুকেছিল বাংলার মুর্শিদাবাদেও। জানা যাচ্ছে, ইফতিয়ার এখন পলাতক। দিল্লির বিস্ফোরণে-কাণ্ডে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের যোগসাজোশ অনেকটাই স্পষ্ট। লখনউ থেকে ধৃত শাহিন হোক বা ফরিদাবাদ থেকে ধৃত মুজাম্মিল কিংবা শ্রীনগর থেকে ধৃত আদিল। এঁদের প্রত্যেকের সঙ্গেই জইশ-যোগ পেয়েছেন তদন্তকারীরা। মিলেছে দেশের অন্দরে গড়ে ওঠা জইশ-নেটওয়ার্কের হদিশ। তবে এখনও ব্যাপারটা যে চূড়ান্ত, এমন নয়। একটু ভাসা-ভাসা।
Published on: Nov 16, 2025 07:24 PM

