AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Blast: ডাক্তার মডিউলে ছিল মোট ৩টি গাড়ি, ঘাতক i20 বাদে বাকি গাড়ির খোঁজ তদন্তকারীরা

Delhi Blast: ডাক্তার মডিউলে ছিল মোট ৩টি গাড়ি, ঘাতক i20 বাদে বাকি গাড়ির খোঁজ তদন্তকারীরা

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Nov 12, 2025 | 2:40 PM

Share

Delhi Blast: শ্রীনগরের একটি সরকারি মেডিকেল কলেজে প্যারা মেডিক্যাল স্টাফ হিসাবেও কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান মেডিক্যাল ছাত্রদের মগজ ধোলাইয়ের কাজটাও একাই অনেকটাই করতেন এই মৌলবী।

নয়া দিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে ১৫, আটক আরও তিন। ধৃতরা সকলেই জইশ-এর ‘ডাক্তার মডিউলের’ সদস্য বলে জানা যাচ্ছে। এদের মধ্যে কিছু জনকে জম্মু-কাশ্মীর, কিছু জনকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত চিকিৎসকদের সঙ্গে সন্দেহভাজনদের কী যোগাযোগ তা জানার চেষ্টা চলছে। ধৃতদের মধ্যে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার এক মৌলবীও রয়েছে বলেও জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের আতস কাচের তলায় ছিল এই মৌলবী। শ্রীনগরের একটি সরকারি মেডিকেল কলেজে প্যারা মেডিক্যাল স্টাফ হিসাবেও কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান মেডিক্যাল ছাত্রদের মগজ ধোলাইয়ের কাজটাও একাই অনেকটাই করতেন এই মৌলবী।