গোয়েন্দাদের হাতে এল লাল ডায়েরি, প্রতিটি পাতায় কী লেখা জানেন?
Delhi Blast Update: সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর দিল্লি-এনসিআরের ৬ জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতেই এই হামলা চালানোর পরিকল্পনা ছিল। তবে সোমবারের বিস্ফোরণের পর তাদের এই প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যত তদন্ত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য উঠে আসছে। এবার গোয়েন্দাদের হাতে এল লাল ডায়েরি। মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই ডায়েরি। লাল রঙের ডায়েরিতে প্রতিটি পাতায় লেখা রয়েছে ‘অপারেশন’ শব্দটি। কী প্ল্যান ছিল জঙ্গিদের? সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর দিল্লি-এনসিআরের ৬ জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতেই এই হামলা চালানোর পরিকল্পনা ছিল। তবে সোমবারের বিস্ফোরণের পর তাদের এই প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
Published on: Nov 13, 2025 03:34 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
