Delhi Blast: দিল্লি বিস্ফোরণের পাল্টা জবাব দেবে কেন্দ্র?
Delhi Blast Update: বুধবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিস্ফোরণকে ঘৃণ্য ও কাপুরুষোচিত আক্রমণ বলে উল্লেখ করে। ভারত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে, সে কথাও উল্লেখ করা হয়।
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ কোনও নিছক দুর্ঘটনা নয়, এটা সন্ত্রাস হামলাই ছিল। জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিস্ফোরণকে ঘৃণ্য ও কাপুরুষোচিত আক্রমণ বলে উল্লেখ করে। ভারত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে, সে কথাও উল্লেখ করা হয়। এই বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান কেন্দ্রীয় মন্ত্রীরা। দুই মিনিট নিরবতা পালন করেন।
Latest Videos
