Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond news: হাতের মুঠোয় হিরে

Diamond news: হাতের মুঠোয় হিরে

rahul Sadhukhan

|

Updated on: Jan 04, 2024 | 11:44 AM

যদি এমন হয়, ধরুন এমন কোনও খনি, যেখানে ঢুকে মাটি খুঁড়লেই উঠবে হিরে! আর তাতেই আপনি হয়ে গেলেন ধনী! তাহলে কেমন হয়?

মার্কিন মুলুকের শতবর্ষ প্রাচীন আরকানসাস স্টেট পার্ক, সেন্টেনিয়াল। এখানে গেলে দেখবেন আদতে মাটি খুঁড়লেই উঠছে হিরে। শুধু তাই নয় মাটি খুঁড়ে হিরে খুঁজে পেলেই সেই হিরের মালিক হবেন আপনি। এই খনিতে যে কেউ গিয়ে মাটি খুঁড়ে তুলতে আনতে পারেন হিরে। ৩৭ একর বিস্তৃত এই খনিটি। এখানে খনি কর্তৃপক্ষ পরিচালনা করে একটি পর্যটন। যার উদ্দেশ্য হিরে সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। ছাত্রছাত্রী ও আগ্রহীদের জন্য আছে বিভিন্ন পরিষেবা।

এই খনিতে ঢুকতে হলে মাটি খোঁড়ার যন্ত্রপাতি, শোভেল, বাকেট, ডায়মন্ড হান্টিং কিট সবকিছুই ভাড়া নিতে হয় খনি কর্তৃপক্ষর থেকে। এখানে হিরে ছাড়াও পাওয়া যায় বহু মূল্যবান রত্ন। এখনও পর্যন্ত ৩৫ হাজার ধরনের হিরে পাওয়া গেছে এই পার্কে। আর কোন কোন হিরে পাওয়া গেছে এখানে?৪০.২৩ ক্যারেটের আঙ্কেল স্যাম হিরে। এটি আমেরিকার সর্ববৃহৎ হিরে। অন্য যে সব হিরে পাওয়া গেছে তাদের ওজন ১৬.৩৭ ক্যারেট, ১৫.৩৩ ক্যারেট, ৮.৫২ ক্যারেট।

এই পার্কে ঢোকার এন্ট্রি ফি বেশ চড়া। তবে অভিজ্ঞতা যা হবে তা চিরদিন মনে থাকবে।