খসড়া তালিকা প্রকাশের আগেই তৃণমূল তালিকা প্রকাশ করল?
আবার ওই এলাকায় খসড়া তালিকা প্রকাশের আগেই নাম বাদ যেতে পারে এমন সম্ভাব্য তালিকা প্রকাশ করছে তৃণমূল। বিএলও কেন ক্যাম্প করেছেন? কেন আবার নথি জমা নেওয়া হচ্ছে ? কেনই বা খসড়া তালিকা প্রকাশের আগে লিস্ট টাঙানো হল?
হুগলি: খসড়া তালিকা প্রকাশের আগের দিন ক্যাম্প করে নথি জমা নিচ্ছেন বিএলও! যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডানকুনি পৌরসভার ২০নং ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। এদিকে, আবার ওই এলাকায় খসড়া তালিকা প্রকাশের আগেই নাম বাদ যেতে পারে এমন সম্ভাব্য তালিকা প্রকাশ করছে তৃণমূল। বিএলও কেন ক্যাম্প করেছেন? কেন আবার নথি জমা নেওয়া হচ্ছে ? কেনই বা খসড়া তালিকা প্রকাশের আগে লিস্ট টাঙানো হল? এসবের কোনও সদুত্তর দেননি সংশ্লিট বুথের বিলএলখসও সন্ধ্যা ধারা। আর পত্রপাট অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের।

