AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দলে থেকে বিরক্ত হয়ে পড়েছিলাম’, বিজেপিতে গিয়ে তৃণমূলকে তুলোধনা দীনেশের

sreejayee das

|

Updated on: Mar 06, 2021 | 1:38 PM

Share

গত ১২ ফেব্রুয়ারি নাটকীয়ভাবে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী।

বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। শনিবার দিল্লির বিজেপি সদর কার্যালয়ে গিয়ে যোগ দেন তিনি। তাঁর হাতে পদ্ম পতাকা তুলে দিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “এতদিনে সঠিক মানুষ সঠিক দলে এলেন।” পাল্টা তিনিও যে কতটা আপ্লুত, তা নিজের বক্তব্যের প্রতি ছত্রে তুলে ধরেন দীনেশ। শুরুতেই বলেন, ” এই সময়ের অপেক্ষায় ছিলাম আমি। আগে পরিবারের সেবা করা হতো। এখন জনতার সেবা করতেই বিজেপিতে যোগ।”

বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা যায় দীনেশ ত্রিবেদীর গলায়। পুরনো দলে যে তাঁর কতটা ‘দমবন্ধকর’ পরিস্থিতি ছিল তা বোঝাতে দীনেশ বলেন, “আমার কাছে দেশ আগে। পরিবার মানে মানুষের পরিবার। মানুষের জন্য আমি সবসময় রয়েছি। কিন্তু একটা সময় আমার কাছে নাগাড়ে ফোন আসত, ‘আপনাদের লোক এসে টাকা চাইছে, মারধর করছে।’ এত হিংসা, এত দুর্নীতি। অথচ ওরা সংস্কৃতির কথা বলে। এগুলি আপনাদের শোভা পায় না।” এরপরই বিধানসভা ভোটে বিজেপির জয় নিয়ে প্রত্যয়ী দীনেশ বলেন, “বাংলার মানুষ খুশি এবার আসল পরিবর্তন হবে।”