Benefits of Chandan: কোন চন্দনে কোন দেবতা তুষ্ট জানেন?

Benefits of Chandan: কোন চন্দনে কোন দেবতা তুষ্ট জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 22, 2023 | 5:15 PM

দেবতার পূজো করতে চন্দনের গুরুত্ব অপরিসীম। চন্দন ছাড়া পুজো করা অসম্পূর্ণ থেকে যায়। বিষ্ণুকে সাদা চন্দনের তিলক লাগানো হয়। আপনি যদি প্রতিদিন এই গোপী চন্দনের তিলক পরেন, তাহলে আপনার ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে।

দেবতার পূজো করতে চন্দনের গুরুত্ব অপরিসীম। চন্দন ছাড়া পুজো করা অসম্পূর্ণ থেকে যায়। বিষ্ণুকে সাদা চন্দনের তিলক লাগানো হয়। মনে করা হয় সাদা চন্দনের তিলক লাগালে বৃষ্ণুর কৃপা পাওয়া যায়। সমস্ত পাপ থেকে মুক্তি পেতে মহাদেব, শ্রী কৃষ্ণের কপালে চন্দনের তিলক লাগানো হয়। অনেকেরই বিশ্বাস, তিলক লাগালে সমস্ত বাধা বিপর্যয় থেকে মুক্তি পাওয়া যায়। চন্দন কাঠকে কন্যা রূপে মনে করা হয় শক্তির আরাধনায়।ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় গোপী চন্দন দিয়ে। আপনি যদি প্রতিদিন এই গোপী চন্দনের তিলক পরেন, তাহলে আপনার ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে। হরিচন্দন তৈরি করা হয় তুলসীর শাখা ও মূল থেকে। এই চন্দনের তিলক পরলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন।