AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ab Meri Baari: হাতে তৈরি কার্টন থেকে পোশাক প্যাকেজিং, হাসানের সাফল্যের পিছনেও TATA Ace

Ab Meri Baari: হাতে তৈরি কার্টন থেকে পোশাক প্যাকেজিং, হাসানের সাফল্যের পিছনেও TATA Ace

সায়ম কৃষ্ণ দেব

|

Updated on: Aug 01, 2025 | 7:06 PM

Share

Ab Meri Baari: সফলতা সবসময় সম্পদের উপর নির্ভর করে না — নিজের কিছু তৈরি করার ইচ্ছাশক্তিটাই আসল। ঠিক যেমন ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোমজুড়ের বাসিন্দা হাসান মোহাম্মদ সর্দার।

সফলতা সবসময় সম্পদের উপর নির্ভর করে না — নিজের কিছু তৈরি করার ইচ্ছাশক্তিটাই আসল। ঠিক যেমন ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোমজুড়ের বাসিন্দা হাসান মোহাম্মদ সর্দার।

হাসান তাঁর পথচলা শুরু করেছিলেন হাতে তৈরি কার্টন ও বাক্স বানিয়ে। ছোট হলেও সৎ পথে উপার্জন। কিন্তু তাঁর স্বপ্ন ছিল আরও বড়। ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন জি বি সেন্টার। একটি সংস্থা যা মূলত গারমেন্টস প্যাকেজিং-এর কাজ করে। সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিমাণ বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে ভরসাযোগ্য পরিবহণ ব্যবস্থার প্রয়োজনীয়তাও। সেই সময়ে তাঁর জীবনে আসে Tata Ace।

২০০৬ সালে লোন নিয়ে হাসান কিনে ফেলেন তাঁর প্রথম Tata Ace — ভারতের প্রথম মিনি-ট্রাক। এই গাড়ি ছিল তাঁর ব্যবসায়িক জীবনের টার্নিং পয়েন্ট। নির্ভরযোগ্যতা ও খরচ-সাশ্রয়ী এই গাড়ির মাধ্যমে হাসান বাড়িয়েছেন নিজের কাজের পরিধি। দৃঢ় হয়েছে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক।

আজ হাসানের ১২টি বাণিজ্যিক গাড়ির মালিক। যার মধ্যে রয়েছে Tata Intra এবং একাধিক Tata Ace। যে যাত্রা শুরু হয়েছিল ছোট একটা প্যাকেজিং ব্যবসা দিয়ে, তা আজ এক সফল উদ্যোগে পরিণত হয়েছে।

প্রতিটি মাইলফলকেই হাসান প্রমাণ করে চলেছেন — ‘এবার আমার পালা’ বা ‘অব মেরি বারি’ শুধু একটা স্লোগান নয়, এটাই বাস্তব।