Durga Puja Saree: পুজোর আগে দুয়ারে শাড়ি!

Durga Puja Saree: পুজোর আগে দুয়ারে শাড়ি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 14, 2023 | 6:42 PM

পুজো উপলক্ষে এবার দুয়ারে শাড়ি। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগ্যে ক্যাম্প করে তাঁতিদের কাছ থেকে কেনা হলো শাড়ি। সেই শাড়ি বিক্রি হবে রাজ্যের তন্তুজের স্টোরে।

পুজো উপলক্ষে এবার দুয়ারে শাড়ি। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগ্যে ক্যাম্প করে তাঁতিদের কাছ থেকে কেনা হলো শাড়ি।সেই শাড়ি বিক্রি হবে রাজ্যের তন্তুজের স্টোরে।কালনার ধাত্রীগ্রাম তন্তুজ তাঁত কাপড় হাটে আজ এই ক্যাম্পে এলাকার বহু তাঁতীরা সরাসরি তাদের তৈরি শাড়ি বিক্রি করলেন তন্তুজ দপ্তরে। পাশাপাশি মন্ত্রী স্বপন দেবনাথ জানান,এলাকার অল্প আয় এমন মানুষজনদের জন্য কমদামে শাড়ি বিক্রি করতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তন্তুজের শাড়ি নয় এমন শাড়ি নিয়ে এসে কম দামে বিক্রি করা হবে।আগামী দিনে এই শাড়ি 70–200 টাকায় বিক্রি করা হবে। তাঁতীদের আর্থিক ভাবে লাভবান করতে এই উদ্যোগ।তাঁতী দের কাছ থেকে তন্তুজ শাড়ী কিনে নেওয়ায় খুশী তাঁতীরা।মূলত তসর, সুতি,তাঁতের বিভিন্ন কাপড় কিনেছে তন্তুজ।শাড়ীর কোয়ালিটি ও নকশার উপর দাম নির্ধারণ করা হচ্ছে।টাকা প্রত্যেক তাঁতির একাউন্টে দেওয়া হবে।তাঁতীরা জানায়,পুজোর আগে একসঙ্গে অনেক শাড়ি বিক্রি হওয়ায় অনেকটা টাকা হাতে পাওয়া যাচ্ছে।যা মহাজনের কাছে এই সুবিধা মিলত না।