AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earn 100 Dollars Per Week: কোনও অফিসে নন, সংসার সামলে প্রতি সপ্তাহে গৃহবধূর রোজগার ১০০ ডলার!

Earn 100 Dollars Per Week: কোনও অফিসে নন, সংসার সামলে প্রতি সপ্তাহে গৃহবধূর রোজগার ১০০ ডলার!

Nandan Paul

|

Updated on: Dec 10, 2023 | 12:57 PM

Share

Housewife Earns 100 Dollars Per Week: একসঙ্গে সেনাবাহিনীতে কাজ করতে স্বামী-স্ত্রী। কাজ ছেড়ে দেন স্ত্রী। গৃহবধূ হয়ে ওঠেন ওই মহিলা। তবুও তাঁর রোজগার সপ্তাহে ১০০ ডলার! কীভাবে?

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিসা ড্রামন্ড ও টম ড্রামন্ডের সংসার। সেই সংসারে কাজের জন্য স্ত্রী স্বামীর থেকে সাপ্তাহিক ১০০ মার্কিন ডলার ($100 USD) পান। টমের বয়স ৫১ অ্যালিসার ২৮। মার্কিন সেনায় (American Army)  দুজনেই কর্মরত ছিলেন। টম ভেবেছিলেন তাঁর স্ত্রী হবে পদার্থবিজ্ঞানী বা অ্যাথলিট। সেনা বাহিনীতে তাঁদের প্রেম হয়। আড়াই বছর একসঙ্গে থেকে তাঁরা বিয়ে করেন। বিয়ের আগে অ্যালিসা বুঝতে পারেন টমের ঘরোয়া বউ পছন্দ।

তিনি বিয়ের পর সেনা বাহিনীর কাজ ছেড়ে দেন। টম অ্যালিসাকে বাড়ির কাজে নিয়োগ করেন। প্রতিদিন তিনি ঘর পরিষ্কার করেন, রান্না করেন, জামাকাপড় কাচেন। টম ১০ ঘণ্টা পর কাজ সেরে ফেরেন। তার মধ্যে বাড়ির সব কাজ সেরে ফেলেন অ্যালিসা। অ্যালিসার মতে এটাই তার জীবনের সেরা চাকরি। মাসে ভারতীয় মুদ্রায় ৩২,০০০ টাকা উপার্জন অ্যালিসার। মহিলাদের ঐতিহ্যগত ভূমিকা পালন করে অ্যালিসাও খুব খুশি।