DGP রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির
শুধু ডিজিপি একা নন, এর পাশাপাশি সিপি মনোজ কুমার বর্মা এবং দক্ষিণ কলকাতার ডিসিবি প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করার আর্জি জানায় ইডি। এই সকল আধিকারিকদের সাসপেন্ড করা হোক আবেদন করা হয় কোর্টে।
ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আর্জি ইডির (ED)। বৃহস্পতিবার আইপ্যাক তল্লাশি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। তার আগেই কেন্দ্রীয় এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে নতুন করে আরও একটি আবেদন করা হয়েছে, সেখানে বলা হয়েছে ডিজিপি রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। শুধু ডিজিপি একা নন, এর পাশাপাশি সিপি মনোজ কুমার বর্মা এবং দক্ষিণ কলকাতার ডিসিবি প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করার আর্জি জানায় ইডি। এই সকল আধিকারিকদের সাসপেন্ড করা হোক আবেদন করা হয় কোর্টে।
