ED Raid, Trinamool: তৃণমূলের নামে নথিভুক্ত গাড়িতে তোলা হল কোন কোন ফাইল?
ED Raid, TMC, Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর প্রবেশ করার কিছুক্ষণ পরই দেখা গেল এক ব্যক্তিকে। তিনি বেশ কিছু ফাইল নিয়ে এসে রাখলেন একটি সাদা এসইউভি গাড়িতে। সেই ফাইলে দেখা গেল লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এই গাড়িতে কোথাও লেখা নেই এটি সরকারি গাড়ি।
আইপ্যাকের অফিসে এসে ভিআইপি লিফটে করে সোজা ১১ তলায় চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল্ডিংয়ের যেখানে গাড়ি রাখা ছিল, সেই জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। দেখা গেল সেখানে সংবাদমাধ্যমকেও আটকানো হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রবেশ করার কিছুক্ষণ পরই দেখা গেল এক ব্যক্তিকে। তিনি বেশ কিছু ফাইল নিয়ে এসে রাখলেন একটি সাদা এসইউভি গাড়িতে। সেই ফাইলে দেখা গেল লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এই গাড়িতে কোথাও লেখা নেই এটি সরকারি গাড়ি।
সূত্রের খবর, এই গাড়িটি নথিভুক্ত রয়েছে তৃণমূলের নামেই। এ ছাড়াও এই গাড়ি যেখানে পার্কিং করা রয়েছে, সেই জায়গাটা ঘিরে রেখেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স।
Published on: Jan 08, 2026 04:27 PM

