ED Raid in I-PAC Office: কোন মামলাতে ইডির ‘নেকনজরে’ আইপ্যাক?
I-PAC Chief Pratik Jain: জানা গিয়েছে, কয়লাকাণ্ডেই ইডি র্যাডারে এসেছেন প্রতীক। বছর ধরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক তাঁর। এই মামলায় পূর্বে নাম জড়িয়েছে শাসকশিবিরের তাবড় নেতাদেরও। এবার নাম জড়াল প্রতীকেরও। ইডির দাবি, কয়লা-কাণ্ডে ১০ কোটি টাকা পেয়েছে আইপ্যাক।
তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে ইডি হানা। পৌঁছে গেল সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও। কিন্তু কোন মামলায় এই তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? জানা গিয়েছে, কয়লাকাণ্ডেই ইডি র্যাডারে এসেছেন প্রতীক। বছর ধরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক তাঁর। এই মামলায় পূর্বে নাম জড়িয়েছে শাসকশিবিরের তাবড় নেতাদেরও। এবার নাম জড়াল প্রতীকেরও। ইডির দাবি, কয়লা-কাণ্ডে ১০ কোটি টাকা পেয়েছে আইপ্যাক।

