সেক্টর ফাইভের কলেজ মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার
Salt Lake: ২১৫ নম্বর রুটের একটি বাস হাওড়া থেকে মহিষবাথানের দিকে যাচ্ছিল। সে সময়ে সেক্টর ফাইভের কলেজ মোড়ের সামনে বামদিকে মোড় নেওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে ধাক্কা মারে। আরতী সে সময়ে রাস্তা পার হওয়ার জন্য সাইডে দাঁড়িয়েছিলেন।
কলকাতা: ছেলে কলেজ মোড়ে কাজ করতেন। কিন্তু মাস দুয়েক ধরে তিনি বাড়ি ফিরছিলেন না। তাই বৃদ্ধ দম্পতি তথ্য প্রযুক্তি কেন্দ্রে এসেছিলেন ছেলের খোঁজে।পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। বাসের চাকায় পিষ্ট হয়ে যায় দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আরতী দাস। অফিস টাইমে কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১৫ নম্বর রুটের একটি বাস হাওড়া থেকে মহিষবাথানের দিকে যাচ্ছিল। সে সময়ে সেক্টর ফাইভের কলেজ মোড়ের সামনে বামদিকে মোড় নেওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে ধাক্কা মারে। আরতী সে সময়ে রাস্তা পার হওয়ার জন্য সাইডে দাঁড়িয়েছিলেন। পাশেই দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী। আশঙ্কাজনক অবস্থায় বিধান নগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

