Kalna: ৬৩ বছরের বাবার রয়েছে ৫৯ আর ৫৮ বয়সী দুই ছেলে! জানাজানি হতেই মাথার চুল ছিঁড়ছেন লোকজন
Purba Bardhaman: সরকারি ভাবে ২০২৫ ভোটার তালিকায় এমন আজব বয়সের বাবা ছেলে। এমন বিস্ময়কর পিতা পুত্রের বয়সের গিরমিল সামনে আসতেই শোরগোল। নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এই ঘটনায় কাটোয়ার মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। মঙ্গলকোটের শীতলগ্রামের ঘটনা।
বাবার বয়স ৬৩ বছর। আর দুই ছেলের বয়স জানলে মাথার চুল ছিড়তে ইচ্ছা করবে। একজনের বয়স ৫৯ বছর। অন্যজনের বয়স ৫৮ বছর। বাবা ও তার ছেলেদের বয়সের পার্থক্য মাত্র ৪-৫ বছরের। সরকারি ভাবে ২০২৫ ভোটার তালিকায় এমন আজব বয়সের বাবা ছেলে। এমন বিস্ময়কর পিতা পুত্রের বয়সের গিরমিল সামনে আসতেই শোরগোল। নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এই ঘটনায় কাটোয়ার মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। মঙ্গলকোটের শীতলগ্রামের ঘটনা।
Published on: Dec 15, 2025 04:56 PM
