SIR নিয়ে DGP ও CP-কে চিঠি কমিশনের, কী বলা হল?
SIR in West Bengal: এসআইআর (SIR) নিয়ে সুপ্রিম নির্দেশ মানতে হবে, DGP ও CP-কে চিঠি দিল কমিশন। মুখ্যসচিব, ডিজিপি ও কলকাতা পুলিশের সিপিকে চিঠি দিল কমিশন। সকলে যাতে শুনানিতে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। তার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
এসআইআর (SIR) নিয়ে সুপ্রিম নির্দেশ মানতে হবে, DGP ও CP-কে চিঠি দিল কমিশন। মুখ্যসচিব, ডিজিপি ও কলকাতা পুলিশের সিপিকে চিঠি দিল কমিশন। সকলে যাতে শুনানিতে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। তার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। কোনও প্রকার বাধা বা প্রশাসনিক গাফিলতি দেখা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর সংক্রান্ত নথি জমা, আপত্তি গ্রহণ ও শুনানি হবে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, মহকুমা অফিস ও ওয়ার্ড অফিসে।
Latest Videos
