৫৮ লাখের নাম বাদ যাবে খসড়া তালিকায়? কী পরিচয় এদের?
Draft Voter List: রাজ্যে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। তার মধ্যে ৯৯.৯৬ শতাংশ ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে রাজ্যে। ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ ভোটারের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯। তার মধ্যে নিখোঁজ ভোটার ১২ লক্ষ ১ হাজার ৪৬২।
এনুমারেশন ফর্ম জমা শেষ। এবার প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। ৫৮ লক্ষ ছাপিয়ে গিয়েছে রাজ্য়ে আনকালেক্টেড ফর্মের সংখ্যা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ৫৮ লক্ষের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। রাজ্যে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। তার মধ্যে ৯৯.৯৬ শতাংশ ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে রাজ্যে। ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ ভোটারের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯। তার মধ্যে নিখোঁজ ভোটার ১২ লক্ষ ১ হাজার ৪৬২। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ভোটার। ভুয়ো ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৫। অন্যান্য ৫৭ হাজার ৫০৯।
