Indian Army: এমন অস্ত্র হাতে এল যে ভারতীয় সেনার সামনে আর কেউ টিকতেই পারবে না…
Indian Army Power: কর্ণের সেই বিশেষ বাণ এবার ভারতের হাতে। বাণ নয়, গোলার আকারে। ওয়ান ফাইভ ফাইভ এমএম হাউত্জার কামান। ভারতীয় সেনার দূরপাল্লার কামান। এই কামান থেকে বেরবে RAMJET গোলা। গতি, পাল্লা ও ধ্বংসক্ষমতার নিরিখে সাধারণ গোলার থেকে ৫৫ শতাংশ বেশি শক্তিশালী।
মহাভারতের ইন্দ্রিষ বাণের কথা মনে আছে? কর্ণের সাধনায় সন্তুষ্ট হয়ে ইন্দ্রিষ দিয়েছিলেন অগ্নিদেব। একটা জায়গায় ইন্দ্রিষ দুনিয়ার সব বাণের থেকে অনেকটা এগিয়ে ছিল। ইন্দ্রিষ যুদ্ধক্ষেত্রটা আরও বড় করে দিত। অর্থাত্ ইন্দ্রিষ সাধারণ বাণের দুই বা তিনগুণ দূরে গিয়েও শক্রকে নিকেশ করত। অঙ্গরাজ কর্ণের সেই বিশেষ বাণ এবার ভারতের হাতে। বাণ নয়, গোলার আকারে। ওয়ান ফাইভ ফাইভ এমএম হাউত্জার কামান। ভারতীয় সেনার দূরপাল্লার কামান। এই কামান থেকে বেরবে RAMJET গোলা। গতি, পাল্লা ও ধ্বংসক্ষমতার নিরিখে সাধারণ গোলার থেকে ৫৫ শতাংশ বেশি শক্তিশালী। অর্থাত্ এক ধাক্কায় ভারতীয় সেনার কামানগুলোর ক্ষমতা অনেকটা বাড়ার কথা। চাপ বাড়বে শত্রুদের।
Latest Videos
এমন অস্ত্র হাতে এল যে ভারতীয় সেনার সামনে আর কেউ টিকতেই পারবে না...
ছাড় পায় না পুরুষ অভিনেতারাও, জনের পিঠ জুড়ে আঁচড়ের দাগ! কী হয়েছিল?
পরেরবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে কী হবে? লেফটেন্যান্ট জেনারেল বললেন
বয়স্কদের ট্রেনের টিকিটে আবার ডিসকাউন্ট ফিরছে?
