পুরো মশাগ্রাম স্টেশন কালো ধোঁয়ায় ঢাকা, দাউদাউ করে জ্বলছে আগুন!
Moshagram Station Fire: দীর্ঘদিন ধরেই এই পাইপ পড়েছিল বলে জানা গিয়েছে। রেলের পাইপ এগুলি। রবিবার হঠাতই আগুন ধরে যায় এই পাইপে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মেমারি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দমকল নিয়ে গিয়ে আগুন নেভায়।
পূর্ব বর্ধমানের মশাগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী আগুন। টিকিট কাউন্টারের ঠিক পাশেই পড়ে থাকা প্লাস্টিকের পাইপ থেকে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভানোর চেষ্টা করে দমকল। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও ট্রেনের নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরেই এই পাইপ পড়েছিল বলে জানা গিয়েছে। রেলের পাইপ এগুলি। রবিবার হঠাতই আগুন ধরে যায় এই পাইপে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মেমারি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দমকল নিয়ে গিয়ে আগুন নেভায়। বাসিন্দাদের অভিযোগ, রেলকে দীর্ঘদিন ধরেই এই পাইপ গুলি সরাতে বললেও, তারা কর্ণপাত করেনি।
Published on: Nov 17, 2025 06:17 AM
Latest Videos
