Nandigram News: পুজোর মুখে কয়েক কুইন্টাল বাজি!

Nandigram News: পুজোর মুখে কয়েক কুইন্টাল বাজি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 02, 2023 | 6:56 PM

নন্দীগ্রাম থানার পুলিস অভিযান চালিয়ে বেআইনি বাজি সহ গ্রেফতার ১০ জন , বাজেয়াপ্ত কয়েক কুইন্টাল বাজি ও তৈরির মশলা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলে জেলা পুলিশ প্রশাসন। রবিবার রাতভর নন্দীগ্রামের তেখালি সহ বিস্তীর্ণ এলাকায় অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকা বাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করে।

নন্দীগ্রাম থানার পুলিস অভিযান চালিয়ে বেআইনি বাজি সহ গ্রেফতার ১০ জন , বাজেয়াপ্ত কয়েক কুইন্টাল বাজি ও তৈরির মশলা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলে জেলা পুলিশ প্রশাসন। রবিবার রাতভর নন্দীগ্রামের তেখালি সহ বিস্তীর্ণ এলাকায় অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকা বাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করে। নন্দীগ্রাম থানার পুলিশ এখনোও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, সাম্প্রতিক কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে চলছিল বাজী তৈরি কারখানা ও বাজি প্রস্তুত কারক রমরমিয়ে চলছিল। নন্দীগ্রাম থানার বিশেষ টিম অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে অভিযানে নামে। কুইন্টাল বাজী তৈরির মশলা ও বাজী বাজেয়াপ্ত করে নিয়ে আসে। পাশাপাশি ১০ জন’কে গ্রেফতার করে। সোমাবার ধৃতদের হলদিয়া আদালতে পাঠায় পুলিশ। নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক বলেন ” অবৈধ বাজী কারাখানা অভিযান চালিয়ে ১০ জন’কে গ্রেফতার করা হয়েছে। কুইন্টাল বাজি উদ্ধার করা হয়েছে। অবৈধ বাজী কারাখানা বিরুদ্ধে অভিযান চলবে “।