শত্রুতা নয়, কসবায় কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চলার নেপথ্য কারণ শুনলে অবাক হবেন…
Kasba Firing: কসবায় ফের চলল গুলি। তাও আবার কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে। তাঁর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি চলে। গুলি লাগে এক যুবকের। গুলিবিদ্ধ যুবককে ভর্তি করানো হয় হাসপাতালে। আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১)।
কসবায় ফের চলল গুলি। তাও আবার কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে। তাঁর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি চলে। গুলি লাগে এক যুবকের। গুলিবিদ্ধ যুবককে ভর্তি করানো হয় হাসপাতালে। জানা গিয়েছে, আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১)। তিনি কসবা থানার অন্তৰ্গত প্রান্তিকপল্লীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে বেশ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন বুধবার রাতে। আচমকাই রাত এগারোটা নাগাদ গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, কোনও শত্রুতা বা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বন্দুকের কেরামতি দেখাতে গিয়েই গুলি চলে।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
