Axis Bank FD Interest Rate: স্থায়ী আমানতে বাড়ল সুদের হার
ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সম্পদের পরিমাণ বাড়ে। বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ঢেলে সাজাল তাদের সুদ পরিকাঠামোয়। স্থায়ী আমানতের সুদের হারে পরিবর্তন আনল অ্যাক্সিস ব্যাঙ্ক।
ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সম্পদের পরিমাণ বাড়ে। বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ঢেলে সাজাল তাদের সুদ পরিকাঠামোয়। স্থায়ী আমানতের সুদের হারে পরিবর্তন আনল অ্যাক্সিস ব্যাঙ্ক। নতুন সুদের হার দেখে নিন এক নজরে। নতুন ঘোষিত এই সুদের পরিকাঠামোয় ৭ দিন থেকে ৫ বছর স্থায়ী আমানতের ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক ৩% থেকে ৭.১% হআরে সুদ দেবে তাদের গ্রাহকদের। ৭ থেকে ২৯ দিনে সুদের হার ৩% ।
ফিক্সড ডিপোজিট ৬ মাস থেকে ৯ মাস হলে সুদ পাওয়া যাবে ৫.৭৫%। আর কোনও গ্রাহক যদি ১১ মাস থেকে ১ বছরের জন্য স্থায়ী আমানত করেন অ্যাক্সিস ব্যাঙ্কে তিনি পাবেন ৬% সুদ। অ্যাক্সিস ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ১ বছর থেকে ১৫ মাস পর্যন্ত বিনিয়োগে. এক্ষেত্রে ৬.৭০% সুদ পাবেন গ্রাহকরা। ১৬ মাস থেকে ৫ বছরের কমে কমে সুদ ৭.১০% । ৫ থেকে ১০ বছরে এফডিতে ৭% সুদ দেবে অ্যাক্সিস ব্যাঙ্ক।

